Homeজাতীয়ফায়ার ফাইটার নয়নের পরিবারকে ৫ লাখ টাকা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ফায়ার ফাইটার নয়নের পরিবারকে ৫ লাখ টাকা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়


সচিবালয়ে অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের ধাক্কায় নিহত ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়নের (২৪) পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ লাখ টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে তাঁর দপ্তরে নয়নের বাবা মো. আক্তারুজ্জামানের হাতে এ নগদ অর্থ তুলে দেন।

অনুদান দেওয়ার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল, নয়নের একমাত্র বোন সীমা আক্তার ও তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে নিহত নয়নের পরিবারকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর (বুধবার) রাতে সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারান ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন। রাত সোয়া ৩টার দিকে সচিবালয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১ নম্বর বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে। তিনি তেজগাঁও ফায়ার স্টেশনের বিশেষ টিমের সদস্য ছিলেন।

ফায়ার সার্ভিসের ওই কর্মী তখন আগুন নেভানোর পানির পাইপ স্থাপন করছিলেন। হঠাৎ বেপরোয়া গতির একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত তাঁকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন—





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত