Homeজাতীয়সরকারি সেবা স্বচ্ছ ও জনমুখী করুন: পরিবেশ উপদেষ্টা 

সরকারি সেবা স্বচ্ছ ও জনমুখী করুন: পরিবেশ উপদেষ্টা 


জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,  সাধারণ নাগরিক যারা সেবা নেওয়ার জন্য রাজউকসহ সরকারের বিভিন্ন দফতরে যান— তাদের জন্য আপনাদের সেবাটা দয়া করে স্বচ্ছ এবং জনমুখী করুন। নিজেদের প্রতিষ্ঠানের প্রতি সাধারণ জনগণের যেন ইতিবাচক ধারণা সৃষ্টি হয়, সেই পদক্ষেপ নেওয়ার জন্য উপদেষ্টা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। যত্রতত্র জলাশয় ভরাট বন্ধ করার নির্দেশ দিয়ে উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে  জলাশয় আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। 

সোমবার (২৫ নভেম্বর)  সকালে ঢাকায় বুয়েটের কাউন্সিল ভবন অডিটোরিয়ামে ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বুয়েট (ইউএসএবি) কর্তৃক ‘প্ল্যানিং উইক ২০২৪’ উপলক্ষে আয়োজিত ‘জাস্ট আরবান ট্রানসিজন অ্যান্ড আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ঢাকার গণপরিবহনকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ‘এবার আমরা পুরনো ও মেয়াদোত্তীর্ণ বাস রিপ্লেসমেন্ট বা পরিবর্তন করতে বাস মালিকদের ৬ মাসের সময় দিয়েছি। তাদের বলে দিয়েছি দরকার হলে সহজ শর্তে আপনাদেরকে ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘বিগত ৫৩ বছরে শহরগুলোর বর্জ্য ব্যবস্থাপনা আমরা ঠিক করতে পারিনি। বর্জ্য ব্যবস্থাপনা আমাদের প্রায়োরিটি হবে না কেন— উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘যদি ক্যান্টনমেন্টের ওভতরে হর্ন ছাড়া গাড়ি চালাতে পারি, ক্যান্টনমেন্টের ভেতর যেখানে সেখানে ময়লা না ফেলে থাকতে পারি. তাহলে বাকি শহর কেন আমরা সাজাতে পারলাম না।’ শহরগুলোকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে তৎপর হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতা করেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. এবিএম বদরুজ্জামান। এতে উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল হাসিব, রাজউকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান, বুয়েটের ইউআরপি ডিপার্টমেন্টের প্রধান এবং ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বুয়েট- এর সভাপতি প্রফেসর ড. আসিফ-উজ- জামান খানসহ বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে বুয়েটের তিনজন শিক্ষার্থী বিষয়ভিত্তিক সেমিনার পেপার উপস্থাপন করেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত