Homeজাতীয়সিকদার গ্রুপের রন, রিকসহ ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সিকদার গ্রুপের রন, রিকসহ ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা


শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার, তাঁর ভাই রিক হক সিকদারসহ ১৩ জনের বিদেশযাত্রায় আবারও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।

অপর যে ১১ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাঁরা হলেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক আলম আহাম্মেদ, হরিদাস বর্মন, আরিফ মো. শহিদুল হক, এস এম বুলবুল, এম এ ওয়াদুদ, চৌধুরী মুশতাক আহমেদ, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, জাকারিয়া তাহের ও মাররুর হোসেন।

এর আগে গত ১১ মার্চ রন হক সিকদার, তাঁর ভাই রিক হকসহ ১৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। ৬০ দিনের জন্য দেওয়া এ নিষেধাজ্ঞার মেয়াদ পার হওয়ার কারণে আবারও নিষেধাজ্ঞা চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আবেদন করার পর আদালত নিষেধাজ্ঞা জারি করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

এনামুল হক শামীম ও অন্যদের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, তাঁদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদক তদন্ত ও অনুসন্ধান করছে। তাঁরা যেকোনো সময় বিদেশ গমন করতে পারেন বলে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে। তাঁরা বিদেশ গেলে তদন্ত ও অনুসন্ধানের কাজ ব্যাহত হতে পারে। এমতাবস্থায় তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত