Homeজাতীয়সীমান্তে বাংলাদেশের বাঁধ নির্মাণে ব্যাপক চাপে ভারত

সীমান্তে বাংলাদেশের বাঁধ নির্মাণে ব্যাপক চাপে ভারত


সাম্প্রতিক সময়ে সীমান্ত ইস্যুতে উত্তেজনা দেখা দেয় বাংলাদেশ ভারতের৷ এই পরিস্থিতিতে এবার সীমান্ত বরাবর বাঁধ তৈরি করে উঁচু থেকে ভারতের উপরে নজরদারি চালানোর ছক কষছে বাংলাদেশ? ত্রিপুরার উনকোটি জেলার কৈলাসশহরের আন্তর্জাতিক সীমান্ত বরাবর বাংলাদেশের  তিন কিলোমিটার লম্বা বাঁধও তৈরি হয়ে গিয়েছে বাংলাদেশের দিকে৷ বাঁধের উপরে তৈরি হচ্ছে পিচের রাস্তাও৷

ত্রিপুরা টাইমস-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের এই পরিকল্পনার কথা দু দিন আগেই ত্রিপুরা বিধানসভায় সামনে আনেন এলাকার কংগ্রেস বিধায়ক বীরজিৎ সাহা৷ তিনি জানান, কৈলাসশহরের দেবীপুর এলাকায় ভারত সীমান্ত বরাবর আচমকাই উঁচু বাঁধ তৈরির কাজ শুরু করেছে বাংলাদশে৷ এ বিষয়ে রাজ্য সরকার অবহিত কি না, প্রশ্ন করেন কংগ্রেস বিধায়ক৷ কারণ ওই বাঁধ তৈরি হলে ভারতের দিকে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকার বর্ষার সময় বানভাসি হওয়ার আশঙ্কা তৈরি হবে৷

কংগ্রেস বিধায়কের থেকে বিষয়টি শুনে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়ে দেন, এই বিষয়টি সম্পর্কে ত্রিপুরা সরকার অবগত নয় এবং বিষয়টি কেন্দ্রীয় সরকারের অধীনে৷ যদিও খোঁজখবর নিতে স্থানীয় জেলাশাসক সহ পুলিশ এবং সরকারি আধিকারিকদের এলাকা পরিদর্শনে পাঠান হয় রাজ্য সরকারের পক্ষ থেকে৷ আর সীমান্তের ওপারের পরিস্থিতি দেখতে সিঁদুরে মেঘ দেন ত্রিপুরা সরকারের প্রতিনিধিরাও৷

এখনও পর্যন্ত জানা গিয়েছে, ভারতের সীমান্ত বরাবর প্রায় দশ কিলোমিটার দীর্ঘ বাঁধ তৈরির পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ৷ দ্রুত গতিতে কাজ করে তিন কিলোমিটার লম্বা বাঁধও তৈরি হয়ে গিয়েছে৷ বাঁধের উপরে গাড়ি চলাচলের জন্য পিচের রাস্তাও তৈরি হচ্ছে৷ সীমান্ত বরাবর বাংলাদেশের এই বাঁধ ভারতের নিরাপত্তার জন্য যথেষ্টই উদ্বেগজনক বলে মনে করছেন ত্রিপুরা সরকারের আধিকারিকরা৷ ইতিমধ্যেই বিষয়টি কেন্দ্রীয় সরকারকেও জানানো হয়েছে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে৷ তবে স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এই বাঁধ নির্মাণের আগে ভারতের সঙ্গে কোনওরকম আলোচনাই করেনি বাংলাদেশ৷

সূত্র: নিউজ ১৮





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত