Homeদেশের গণমাধ্যমেআওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ


রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাও সেখানে থাকবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছেন। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল।

শনিবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে অংশ নেন ছাত্রদলের অন্তত দেড় শতাধিক নেতা-কর্মী।
মিছিলটি ঢাকা কলেজ সংলগ্ন নায়েমের গলি থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব মোড় ঘুরে নীলক্ষেত প্রদক্ষিণ করে কলেজের মূল ফটকে গিয়ে শেষ হয়।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, “ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, আওয়ামী লীগের দালারেরা হুশিয়ার সাবধান, আমার সোনার বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই, দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা, ছাত্রদল আসছে রাজপথ কাঁপছে, আমার ভাই মরলো কেন? খুনি হাসিনার ফাঁসি চায়, হৈহৈ রৈরৈ ছাত্রলীগ গেলি কই, খালেদা জিয়া, তারেক রহমান”।

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেন বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা জনগণের আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হয়। আমরা শুনেছি স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারো স্বাধীন দেশে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তারা গুলিস্তানে কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমরা স্বাধীনতা টিকিয়ে রাখতে যে কোনো ষড়যন্ত্র ও নীলনকশা রুখে দিতে রাজি আছি। খুনি হাসিনা নির্বিচারে এ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আবারও যেন সেই পথ তৈরি না হয়, সেজন্য ছাত্রদল ও সাধারণ জনগণ তাদের কর্মসূচি প্রতিহত করবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত