ফরিদপুরের বোয়ালমারীতে গাছের ডাল ভেঙে পড়ে মিজানুর রহমান (৫৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে পরে উপজেলার চতুল ইউনিয়নের আরাজী বারখাদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মিজানুর রহমান ওই গ্রামের মৃত আব্দুর রহমান কাজীর ছেলে। তিনি ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির একটি আমগাছে উঠে আম পাড়ছিলেন মিজানুর রহমান। হঠাৎ গাছের একটি ডাল ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা হক রুম্পা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, গাছ থেকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।