মূলত বেসরকারি খাতের কয়েকটি কোম্পানি অপরিশোধিত চিনি আমদানি করে এবং পরিশোধনের পর তা বাজারে সরবরাহ করে। ফলে চিনির বাজার গুটিকয় কোম্পানির ওপর নির্ভরশীল।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান আজ বুধবার প্রথম আলোকে বলেন, যাঁরা অপরিশোধিত চিনি আমদানি করেন, তাঁরা চান পরিশোধিত চিনি কম আমদানি হোক। কিন্তু বাজারে চিনির সরবরাহ বাড়াতে পরিশোধিত চিনির আমদানি বৃদ্ধি দরকার। পরিশোধিত চিনির আমদানি হলে তা দ্রুত বাজারে সরবরাহ করা সম্ভব হবে।
কবে প্রজ্ঞাপন হবে, এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী সপ্তাহের শুরুর দিকে এই প্রজ্ঞাপন জারি হতে পারে।
আন্তর্জাতিক বাজারে চিনির দাম বৃদ্ধি ও দেশে টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধির ফলে স্থানীয় বাজারে চিনির দাম বাড়ছে। তবে চিনি আমদানিতে নানা ধরনের শুল্ক-কর আরোপ থাকায় দেশের বাজারে চিনির দাম প্রতিবেশী ভারতের চেয়ে অনেক বেশি।