Homeদেশের গণমাধ্যমেএমওএস বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ শুরু ১০ মে থেকে

এমওএস বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ শুরু ১০ মে থেকে


দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা ভি-টিউটর মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট (এমওএস) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ। 

বুধবার (৭ মে) ঢাকার রেডিসন ব্লু হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন চ্যাম্পিয়ন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোক্তারা। প্রতিযোগিতার প্রথম পর্ব শুরু হচ্ছে ১০ মে থেকে।

জাতীয় কর্মসূচি তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে দেশের তরুণদের ডিজিটাল দক্ষতাকে বিশ্বমানের পর্যায়ে নিতে এই প্রতিযোগিতার আয়োজন করছে ভি-টিউটর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

ভি-টিউটর হলো সার্টিপোর্ট অনুমোদিত বাংলাদেশের অথরাইজড পার্টনার, যারা বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়নে গ্লোবাল সার্টিফিকেশন প্রোগ্রাম নিয়ে কাজ করছে।

১৩ থেকে ২২ বছর বয়সি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতার প্রাথমিক পর্ব হবে ঢাকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। অংশগ্রহণকারী আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে সার্টিফিকেট অক পার্টিসিপেশন পাবেন। শীর্ষ স্কোরকারীরা সুযোগ পাবেন জাতীয় পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ।

এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে নিজেদের দক্ষতা যাচাই এবং এমওএস সার্টিফাইড প্রফেশনাল হওয়ার সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারীরা সুযোগ পাবেন মাইক্রোসফটের অফিসিয়াল সার্টিফিকেশন অর্জনের। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নরা যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোয় অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

সংবাদ সম্মেলনে যুব ও  ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মোশতাক জহির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র এম ডি পির চেয়ারম্যান ড. রিদওয়ানুল হক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্চিনিয়ারিং-এর ডিন ড. আহমেদ ওয়াসিফ রেজা, আয়োজনের প্রধান স্পন্সর মেঘনা গ্রুপ অব ইনডাস্ট্রিজের সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মো. মহিউদ্দিন, প্রোগ্রামের হসপিটালিটি পার্টনার রেডিসন ব্লু-র সেলস ও মার্কেটিং পরিচালক মো. নজরুল ইসলাম, ভি-টিউটরের পক্ষে কো-ফাউন্ডার ও চিফ লার্নিং অফিসার কাজী শামীম এবং কো-ফাউন্ডার ও চিফ একাডেমিক অফিসার মুত্তাকি ফারুক বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের ১৩ থেকে ২২ বছর বয়সি শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার সূচিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় পর্ব ১০ থেকে ২১ মে, জাতীয় পর্ব ২৩ মে এবং চূড়ান্ত পর্ব হবে ২৪ মে।

এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়ে যাবতীয় তথ্য পাওয়া যাবে www.vTutor.org এই ঠিকানায়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত