Homeদেশের গণমাধ্যমেকনটেন্ট মূল্যায়নে ভিউসকে মাপকাঠি হিসেবে বিবেচনা করবে ফেসবুক

কনটেন্ট মূল্যায়নে ভিউসকে মাপকাঠি হিসেবে বিবেচনা করবে ফেসবুক


ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি চলতি বছরে ইনস্টাগ্রামে এই পরিবর্তনের ঘোষণা দেন। তাঁর মতে, পুরো মাধ্যমে একক মাপকাঠি থাকলে কনটেন্ট নির্মাতারা সহজেই তাঁদের কাজের সাফল্য বা ব্যর্থতা মূল্যায়ন করতে পারবেন। রিলসের ক্ষেত্রে ভিডিওটি কতবার দেখা হয়েছে তা ভিউ হিসেবে গণ্য করা হবে। অন্য কনটেন্টের ক্ষেত্রে সেটি ব্যবহারকারীর পর্দায় প্রদর্শিত হলেই একটি ভিউ হিসেবে ধরা হবে। একাধিকবার দেখলে প্রতিবারই নতুন ভিউ হিসেবে গণনা করা হবে।

এদিকে সম্প্রতি মেটা তাদের থ্রেডসেও ভিউ গণনা যুক্ত করেছে। মেটা বলছে, এই পদক্ষেপ কনটেন্ট নির্মাতাদের তাঁদের কাজের ফলাফল মূল্যায়নে আরও স্বচ্ছতা আনবে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এই পরিসংখ্যান কতটা কার্যকর হবে, তা নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কনটেন্ট কতগুলো পর্দায় পৌঁছেছে, তা জানার পাশাপাশি সেটি কেন প্রদর্শিত হয়েছে, সেই তথ্য জানা আরও গুরুত্বপূর্ণ।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত