খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চার শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত আটটার দিকে কুয়েট–সংলগ্ন নগরের ফুলবাড়ি গেট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত চার শিক্ষার্থীকে কুয়েট মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
হামলায় আহত শিক্ষার্থীরা হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ওবাইদুল্লাহ, গালিব রাহাত ও শেখ মুজাহিদ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগের মোহন। সম্প্রতি কুয়েটে যে আন্দোলন হয়েছে, তাতে তাঁরা নেতৃত্ব দিয়েছিলেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, হামলায় আহত চারজনই ১৯ ব্যাচের শিক্ষার্থী। রাতে তাঁরা ফুলবাড়ি গেটে খাবার খেতে গিয়েছিলেন। রাত আটটার দিকে ফুলবাড়ি গেট বাসস্ট্যান্ড মোড়ে ১২ থেকে ১৫ জন সন্ত্রাসী ‘ভিসি মাছুদকে কেন নামাইছিস’ বলেই এলোপাতাড়ি মারতে শুরু করে। তাঁদের হাতে-পায়ে ক্ষত হয়েছে, রক্ত ঝরছে। সবাইকে কুয়েট মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।