এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর ব্রহ্মপুত্র নদের নাব্যতা–সংকটের মোকাবিলায় ব্যর্থ হয়ে নৌপথের খননকাজ বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এরপর চার মাস থেকে চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচলের উদ্বোধন করা হয়। এর পর থেকে এই নৌপথে কুঞ্জলতা ও কদম নামের দুটি ফেরি ট্রাকসহ যাত্রী পারাপার করে আসছিল। ব্রহ্মপুত্র নদে নাব্যতা-সংকটের কারণে গত বছরের ডিসেম্বর মাস থেকে ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফেরি চলাচল স্বাভাবিক করতে বিআইডব্লিউটিএ ব্রহ্মপুত্র নদের ২২ কিলোমিটারে খনন শুরু করে।