Homeদেশের গণমাধ্যমেজয়ের পর পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াসের ১২ লাখ রুপি জরিমানা

জয়ের পর পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াসের ১২ লাখ রুপি জরিমানা


চেন্নাই সুপার কিংসের ১৯০ রানের জবাবে পাঞ্জাব কিংসকে দারুণ জয় এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়াস আইয়ার। কিন্তু ফিল্ডিংয়ের সময় স্লো ওভার রেটিংয়ের অপরাধ করেন, যে কারণে শাস্তি পেতে হলো পাঞ্জাব অধিনায়ককে।

চেপুকে বুধবার চেন্নাইয়ের বিপক্ষে চার উইকেটের জয়ে শ্রেয়াস হাফ সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন। ম্যাচ শেষে স্লো ওভার রেটিংয়ে দোষী সাব্যস্ত হয়ে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হয়েছে তাকে। এটি পাঞ্জাবের প্রথম ওভার রেট অপরাধ।

মাঠেই শাস্তি হিসেবে ১৯তম ওভারের শুরুতে একজন বাড়তি ফিল্ডারকে বৃত্তের ভেতরে রাখতে হয়েছিল পাঞ্জাবকে। অবশ্য ওই ওভারে যুজবেন্দ্র চাহাল হ্যাটট্রিকসহ চার উইকেট নেন।

চেন্নাইয়ে আগে ফিল্ডিংয়ে নেমে পাঞ্জাব স্যাম কারানের উত্তাপ টের পেয়েছে। ৪৭ বলে ৮৮ রান করেন ইংলিশ ব্যাটার। ১৮ ওভারে চেন্নাইয়ের স্কোর ছিল ৫ উইকেটে ১৭৭ রান। শিবম দুবে ও মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং লাইনে থাকায় মনে হচ্ছিল স্কোর দুইশ হবে। কিন্তু চাহাল তার জাদু দেখান। তাতে মাত্র ৬ রানে চেন্নাই তাদের শেষ পাঁচ উইকেট হারিয়ে ১৯.২ ওভারে অলআউট হয়।

জবাবে পাঞ্জাবের শীর্ষ ব্যাটার শ্রেয়াস ৪১ বলে ৭২ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। 

এই ম্যাচ থেকে পাওয়া দুটি পয়েন্টে পাঞ্জাব টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে। 

চলতি আইপিএলে স্লো ওভার রেটিংয়ের কারণে শাস্তি পাওয়া অন্য অধিনায়করা হলেন লখনউ সুপার জায়ান্টসের রিশাভ পান্ত, গুজরাট টাইটান্সের শুবমান গিল, দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল, রাজস্থান রয়্যালসের সাঞ্জু স্যামসন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রজত পতিদার, রাজস্থানের রিয়ান পরাগ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত