সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ডোনাল্ড ট্রাম্পকে ভিন্ন এক সাংস্কৃতিক আবহে স্বাগত জানানো হয়। ট্রাম্পের হেঁটে যাওয়ার সেই ভিডিওতে দেখা যায়, দুই পাশে একদল নারীর চুল ওড়ানো নৃত্য। এমন নাচ দেখে অনেকেই অবাক হয়েছেন। কেউ কেউ সমালোচনা করতেও ছাড়ছেন না। আলোচনা বা সমালোচনা যা–ই করুন, তার আগে জেনে নিতে পারেন আরবদের ঐতিহ্যবাহী এই চুল ওড়ানো নাচ নিয়ে।
২০১৪ সালে প্রকাশিত ইউনেসকোর ৯ মিনিটের একটি তথ্যচিত্র থেকে জানা যায়, ঢোলের তালে চুল এপাশ থেকে ওপাশে নাচানো সাধারণ কোনো নৃত্য নয়। এই নাচ সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতির অংশ। যে কারণে ঐতিহ্যবাহী এই নাচ দিয়ে ট্রাম্পকে স্বাগত জানানো হয়। এই নাচের নাম আই-আইয়ালা।