Homeদেশের গণমাধ্যমেতাসকিনের দ্বিতীয় শিকার কার্টি

তাসকিনের দ্বিতীয় শিকার কার্টি


চতুর্থ দিনের সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ১০.৪ ওভারে ৩৫/২ (ব্র্যাথওয়েট ২৩*, হজ ০*, কার্টি ৩, লুইস ৮)

বাংলাদেশ প্রথম ইনিংসে ৯৮ ওভারে ২৬৯/৯ (শরিফুল ৫*, তাসকিন ১১*, জাকের ৫৩, তাইজুল ২৩, মিরাজ ২৩, লিটন ৪০, মুমিনুল ৫০, দিপু ১৮, জাকির ১৫, জয় ৫) বাংলাদেশ ১৮১ রানে পিছিয়ে।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৪৪.১ ওভারে ৪৫০/৯ (গ্রিভস ১১৫*, শামার ১১*, সিলস ১৮, রোচ ৪৭, আলজারি ৪, ডা সিলভা ১৪, ব্র্যাথওয়েট ৪, কার্টি ০, লুইস ৯৭, হজ ২৫, আথানেজ ৯০)

সপ্তম স্টাম্প বরাবর ভালো লেংথের বল করলেন তাসকিন আহমেদ, পুরস্কারও পেয়ে গেলেন। কিসি কার্টিকে তৃতীয় স্লিপে মাহমুদুল হাসান জয়ের ক্যাচ বানালেন বাংলাদেশের পেসার। ৩৫ রানে ২ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ। ৩ রানে থামলেন কার্টি।

প্রথম ইনিংসে বাংলাদেশকে ভোগানো লুইস ৮ রানে আউট

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপর্যয় সামাল দেওয়ার নায়ক মিকাইল লুইস এবার দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারলেন না। আগের ইনিংসে ৯৭ রান করে উইন্ডিজ ওপেনার এবার ৮ রানে বিদায় নিলেন। তাসকিন আহমেদের বলে পঞ্চম ওভারে লিটন দাসের ক্যাচ হন তিনি। বাংলাদেশের কট বিহাইন্ডের আপিলে আম্পায়ার আঙুল তুললেও রিভিউ নেন এই ব্যাটার। তবে বাঁচতে পারেননি লুইস, ১৮ বলের ইনিংস শেষে হাঁটতে হয়েছে প্যাভিলিয়নে।

তৃতীয় ওভারেই দুই ওপেনার বিদায় নিতে পারতেন। তাসকিনের দ্বিতীয় বলে ব্র্যাথওয়েটের সহজ ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু। পরের বলে লু্ইসের বিরুদ্ধে এলবিডব্লিউর আপিল করেছিল বাংলাদেশ, কিন্তু আম্পায়ার দেননি। অথচ রিভিউ নিলে উইকেটটি পেতো তারা, রিপ্লেতে তেমনটাই দেখা গেছে।

চতুর্থ দিন ব্যাটিংয়ে না নেমে বাংলাদেশের ইনিংস ঘোষণা

অ্যান্টিগা টেস্টে ফলো অন এড়ানোর পর সোমবার চতুর্থ দিনে আর ব্যাটিংয়ে নামেনি বাংলাদেশ। ১৮১ রানে পিছিয়ে থেকেই ইনিংস ঘোষণা করেছে তারা। ৯ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শেষ করেছিল। নতুন দিনে বোলিং শুরু করেছে সফরকারীরা।

২ উইকেটে ৪০ রানে রবিবার তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। স্কোরবোর্ডে এদিন তারা আরও ৭ উইকেট হারিয়ে যোগ করে ২২৯ রান। মুমিনুল হক ৫০ রান করে নজর কাড়েন। লিটন দাস (৪০) অল্পের জন্য হাফ সেঞ্চুরি করতে ব্যর্থ হন। জাকের আলী দ্বিতীয় ফিফটি করে ৫৩ রানে আউট হন। তাইজুল ইসলাম তার সঙ্গে সর্বোচ্চ ৬৮ রানের জুটি গড়েন। তাদের জুটিতে বাংলাদেশ প্রথম ইনিংসকে চতুর্থ দিনে নিতে পারে। তবে আর ব্যাটিং না করার সিদ্ধান্ত নিয়েছে তারা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত