উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে বের হয়ে আসার পথে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছে সাংবাদিকেরা জানতে চান, প্রধান উপদেষ্টা থাকছেন কি না? জবাবে তিনি বলেন, অবশ্যই। তিনি (প্রধান উপদেষ্টা) চলে যাবেন বলেননি।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সরকারকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা পালন করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। যদিও এসব প্রতিবন্ধকতা কাটিয়ে সরকার তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবে।
দায়িত্ব পালন করতে গিয়ে যেসব প্রতিবন্ধকতা আসছে, বৈঠকে সেসব নিয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রত্যেক উপদেষ্টা বিভিন্ন জায়গা থেকে কী ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়ছেন, মন্ত্রণালয়ের সংস্কারকাজ এগিয়ে নিতে কী ধরনের প্রতিবন্ধকতা এসেছে, তা নিয়ে আলোচনা হয়েছে।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আগামী নির্বাচন এবং সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের ক্ষেত্র তৈরিতেও প্রতিবন্ধকতা আসছে। সেসব প্রতিবন্ধকতা কোথা থেকে আসছে, তা চিহ্নিত করার চেষ্টা করছে সরকার। গণ-অভ্যুত্থানের সব শক্তির পাশাপাশি রাষ্ট্রীয় সব সংস্থাকে সরকারের লক্ষ্য অর্জনে সহায়তার আহ্বান জানান তিনি।