পাকিস্তানি ব্যান্ড বায়ানের সঙ্গে কনসার্টে গাইবেন তরুণ সংগীতশিল্পী আরিয়ান চৌধুরী। এই মাসের শেষ ভাগে ‘বায়ান লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট আয়োজন করছে কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান জির্কোনিয়াম।
আজ বিকেলে প্রথম আলোকে আরিয়ান চৌধুরী জানান, বাইরের কোনো ব্যান্ডের সঙ্গে এটিই তাঁর প্রথম কোনো কনসার্ট। মঞ্চে ওঠার জন্য মুখিয়ে আছেন তিনি।
‘সফর ট্যুর’-এ ঢাকায় আসছে লাহোরের রক ব্যান্ড বায়ান। ব্যান্ডটি গানের হৃদয়গ্রাহী কথা ও সুরের জন্য পরিচিত।