পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জমি নিয়ে বিবাদের জের ধরে কবির জোমাদ্দার নামে এক ছাত্রদল নেতাকে আটকের পরে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় হাতাহাতিতে পুলিশের এসআই মানিক লাল হাওলাদার ও কনস্টেবল মানস কুমার দাস নামে দুইজন পুলিশ আহত হয়। এ ঘটনার সময় ফেসবুক লাইভে এসে আটক কবির নিজেকে জেলা ছাত্রদলের সদস্য দাবি করে পুলিশকে নানা ধরনের হুমকি দেয়। পুলিশের ভ্যান থেকে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ নজরুল ইসলাম ও নাসির উদ্দীন নামে দুইজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার দুপুরে ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নে মঞ্জু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নে মোর্শেদা বেগমের জমি স্থানীয় রশিদ আকনের স্ত্রী রহিমা বেগম ভাড়াটিয়া লোক দিয়ে দখল করার সময় মোর্শেদা বেগম ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তা চান। এ সময় ভান্ডারিয়া থানা থেকে এসআই মানিক লাল হাওলাদারের নেতৃত্বে একটি পুলিশের দল সেখানে উপস্থিত হন। তখন ঘটনাস্থল থেকে পুলিশ কবির জোমাদ্দার নামের একজনকে আটক করে গাড়িতে করে থানায় নিয়ে আসার জন্য রওনা করে। পথে মঞ্জু মার্কেটের কাছে আসলে স্থানীয় কয়েকজন পুলিশের গাড়ি আটকে কবির জোমাদ্দারকে ছিনিয়ে নিয়ে যায় এবং পুলিশের ওপরে হামলা চালায়। হামলায় পুলিশের এসআই মানিক লাল হাওলাদার ও কনস্টেবল মানস কুমার দাস আহত হয়।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ আনোয়ার জানান, পুলিশের কাজে বাধা দেওয়া ও পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে এবং পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। অন্যদিকে মোরর্শেদা বেগম জমি জবর দখল করে দেওয়ার অপরাধে আরও একটি মামলা হয়েছে।
মো. তরিকুল ইসলাম/এমআরএম