Homeদেশের গণমাধ্যমেপুতিন পাগল হয়ে গেছেন: ট্রাম্প

পুতিন পাগল হয়ে গেছেন: ট্রাম্প


‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন’ বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার মধ্যেই গত শনিবার ও রবিবার ইউক্রেনে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এসব হামলার প্রেক্ষাপটে আজ সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে পুতিন সম্পর্কে এমন মন্তব্য করলেন ট্রাম্প। 

পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার মধ্যে কিছু একটা ঘটেছে। সে পুরোপুরি পাগল হয়ে গেছে! সে অপ্রয়োজনে অনেক মানুষকে হত্যা করছে- শুধু সৈনিক নয়, বেসামরিক নাগরিকও। ইউক্রেনের শহরগুলোতে কোনো কারণ ছাড়াই ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হচ্ছে।” 

ট্রাম্প বলেন, “আমি সবসময়ই বলেছি, পুতিন শুধু ইউক্রেনের এক টুকরো নয়, পুরো দেশটাই চায়- আর হয়তো সেটা এখন সত্যি প্রমাণিত হচ্ছে। কিন্তু যদি সে তা করে, তাহলে তা রাশিয়ার পতন ডেকে আনবে!”

পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও তুলোধুনো করেছেন ট্রাম্প। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “একইভাবে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজের দেশের প্রতি কোনো মায়া দেখাচ্ছেন না, বিশেষ করে তিনি যে ভঙ্গিমায় কথা বলছেন। তার মুখ থেকে যা বের হয় তা সমস্যা তৈরি করে, আমি এটা পছন্দ করি না, এবং এটি বন্ধ করাই ভালো।”

ট্রাম্প বলেন, “এটি এমন একটি যুদ্ধ যা আমি প্রেসিডেন্ট হলে কখনো শুরু হত না। এটি জেলেনস্কির, পুতিনের এবং বাইডেনের যুদ্ধ, ‘ট্রাম্পের’ নয়। আমি কেবল সেই বড় ও কুৎসিত আগুন নেভাতে সাহায্য করছি, যা স্থূল অযোগ্যতা এবং ঘৃণার মাধ্যমে শুরু হয়েছে।”





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত