Homeদেশের গণমাধ্যমেবঙ্গভবনের সামনে দুই শিক্ষার্থীসহ আহত ৩

বঙ্গভবনের সামনে দুই শিক্ষার্থীসহ আহত ৩


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবন বঙ্গভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধা, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় দুই শিক্ষার্থীসহ তিন জন আহত হয়েছেন।

আহতরা হলেন ফয়সাল আহমেদ বিশাল (২৩) শ্যামপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের ইন্টার প্রথম বর্ষ শিক্ষার্থী, আরিফ খান (২৩) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শফিকুল ইসলাম সেলিম (৪৫) পেশায় তিনি ব্যবসায়ী।

এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল নিয়ে আসা মেহেদী হাসান বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে তারা বঙ্গভবনে ঢুকতে গেলে পুলিশ সদস্যরা তাদের বাধা দেন ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তারা আহত হন।

আহতদের বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত তিন জনকে জরুরি বিভাগে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, তাদের কারও অবস্থা গুরুতর নয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত