Homeদেশের গণমাধ্যমেবিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৮২১

বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৮২১


পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৮২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯৯৬ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৮২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১১ মে) পুলিশ সদর দফতরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (১০ মে) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮২১জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩১ রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি ছুরি, একটি চাইনিজ কুড়াল ও একটি কুড়াল উদ্ধার করা হয়।

পুলিশ সদর দফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত