সংস্কৃতিকর্মীরা জানান, ১৯৮০ সালের ২১ মে ময়মনসিংহে কবি, সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সমন্বয়ে সাহিত্য সংসদ গঠিত হয়। ১৯৮৩ সালে নিয়মিত পাঠচক্র বীক্ষণ আসর শুরু হয়। আগামী শুক্রবার বীক্ষণের ২ হাজার ১৪৬তম আসর হওয়ার কথা। শুরু থেকে প্রতি শুক্রবার বিরতিহীনভাবে আসরটি বসে। একটি মুক্তমঞ্চে কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা সমসাময়িক বিষয় নিয়ে কবিতা, গান, আলোচনা করে থাকেন। দেশের বিখ্যাত কবি–সাহিত্যিকেরা এখানের মুক্তমঞ্চে সাহিত্যের আসরে কবিতা পড়েছেন, সাহিত্য আলোচনা করে গেছেন।