Homeদেশের গণমাধ্যমেমাওলানা রইস হত্যাকাণ্ডের বিচার চেয়ে ঢাবিতে মানববন্ধন

মাওলানা রইস হত্যাকাণ্ডের বিচার চেয়ে ঢাবিতে মানববন্ধন


মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যাকাণ্ডের বিচার চেয়ে ঢাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে তারা নানান রকম স্লোগান দেন।

ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার আহ্বায়ক সানাউল্লাহ হক মানববন্ধনে বলেন, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি, রইস উদ্দিন হাসপাতালে থাকাকালীন তার পরিবার পুলিশের কাছে চিকিৎসার আবেদন জানায়। কিন্তু পুলিশ সেই আবেদন রাখেনি।

সরকারের কাছে বিচার চেয়ে সানাউল্লাহ বলেন, আমরা সরকারের কাছে বলতে চাই, যারা মব ভায়োলেন্স করেছে তাদেরসহ যেসব পুলিশের কারণে রইস উদ্দিন বিনা চিকিৎসায় মারা গেলেন, তাদেরও বিচার করবেন।

ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. শফিকুল ইসলাম বলেন, চিকিৎসা পাওয়া একজন মানুষের মৌলিক অধিকার। রইস উদ্দিনের গ্রেফতারের পর তার পরিবার চিকিৎসা চাইলে পুলিশ ব্যাঙ্গাত্মকভাবে বলেছে, তিনি (রইস উদ্দিন) নাকি অভিনয় করছেন। এমনকি একজন পুলিশ এটাও বলেছে, আমি সেখানে থাকলে তাকে মেরেই ফেলতাম।

হত্যাকারীদের বিচার চেয়ে শফিকুল ইসলাম বলেন, কোনো পুলিশ সদস্য এমন কথা বলতে পারে না। হত্যাকারীদের সঙ্গে আমি এসব পুলিশেরও বিচার চাই।

এফএআর/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত