Homeদেশের গণমাধ্যমেমাওলানা রইস হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

মাওলানা রইস হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ


জানা গেছে, গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকার একটি মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে শিশু বলাৎকারের অভিযোগে গাছে বেঁধে মারধর করে একদল লোক। পরে সকাল ১০টার দিকে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন ভোরেই কারাগারে তিনি মারা যান। এ ঘটনার পর থেকে চট্টগ্রামে টানা কর্মসূচি দিয়ে আসছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত। সর্বশেষ গত শনিবার নগরের লালদীঘি মাঠে প্রতিবাদ সমাবেশ করা হয়। গতকাল রোববার ছিল ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি। এর আগেই আজকের কর্মসূচি হিসেবে তিন ঘণ্টা সড়ক অবরোধ করার কথা জানান নেতা-কর্মীরা।

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জমা’আতের মিডিয়া সেলের প্রধান ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের আজকের কর্মসূচি অনুযায়ী প্রতিটি থানা পর্যায়ে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। মহাসড়কের পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কে কর্মসূচি পালন করা হবে। চট্টগ্রামের বাইরে রংপুর, ঢাকা-সিলেট মহাসড়ক, রাজধানীর যাত্রাবাড়ী ও বায়তুল মোকাররমের সামনে কর্মসূচি আছে।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত