আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েম।
বৃহস্পতিবার (৮ মে) দিনগত দেড়টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি আহ্বান জানান।
সাদিক কায়েম লেখেন, ‘এ দেশের ছাত্র-জনতার বুকে গুলি করে, গণহত্যা চালিয়ে জনতার হাতে বিতাড়িত হওয়ার মধ্যদিয়েই আওয়ামী লীগ নিষিদ্ধের রায় হয়ে গেছে। তবে জুলাই বিপ্লবের নয় মাস পেরিয়ে গেলেও সেই গণহত্যাকারী দলকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো না কেন?’
‘অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইসলামী ছাত্রশিবিরও রাজপথে থাকবে ইনশাআল্লাহ।’
তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। ঢাকার সহযোদ্ধারা শরিক হোন যমুনার গণমিছিলে।’
এর আগে ফেসবুকের ঘোষণা দিয়ে যমুনার সামনে চলমান অবস্থা কর্মসূচিতে অংশ নেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ সিবগা।
সিবগাতুল্লাহ পর সাদিক কায়েমের এ আহ্বানের ফলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনের অবস্থান কর্মসূচিতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপস্থিতি রাতেই বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এএএইচ/ইএ