Homeদেশের গণমাধ্যমেযশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক

যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক


যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমরান রশিদসহ আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে ঢাকা ডিবি পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) রাতে ঢাকার পান্থপথ থেকে তাদের আটক করা হয়। ঢাকা ডিবি পুলিশের সিনিয়র ইন্সপেক্টর আতাউর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

ইমরান রশিদ (৪৬) ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের মৃত হুমায়ুন রশিদের ছেলে।

আটক অন্য দুজন হলেন, পৌর যুবলীগের সহ-সভাপতি ও ঝিকরগাছা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কমিশনার পুরন্দরপুর গ্রামের শামসুর রহমানের ছেলে আমিরুল ইসলাম রাজা (৪৭) এবং উপজেলা যুবলীগ নেতা কৃষ্ণনগর গ্রামের ওবায়দুল হকের ছেলে জাফিরুল হক (৪৫) ওরফে হক সাহেব।

ঢাকা ডিবি পুলিশের সিনিয়র ইন্সপেক্টর আতাউর রহমান জানান, ঢাকার পান্থপথ এলাকায় সন্দেহজনকভাবে ওই তিন জন ঘোরাঘুরি করছিলেন। এসময় তাদের আটক করা হয়।

আটকদের পূর্বের মামলায় আসামি করে ঢাকা সিএমএম আদালতে সোপর্দ করা হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত