Homeদেশের গণমাধ্যমেসরকারের ভেতরে-বাইরে অস্থিরতা সৃষ্টি হয়েছে: তারেক রহমান

সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা সৃষ্টি হয়েছে: তারেক রহমান


প্রকাশিত: ২৩:০০, ১৭ মে ২০২৫  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “সরকার গঠনের মাত্র ১০ মাসের মধ্যেই ভেতরে এবং বাইরে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে।”

শনিবার (১৭ মে) রাতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “বিএনপিসহ বাংলাদেশের অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল শুরু থেকেই একটি অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনা ও রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে, সরকার সেই আহ্বানে তেমন সাড়া দেয়নি। বরং সরকার জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণাকে কৌশলে ‘অল্প সংস্কার, বেশি সংস্কার’-এই ধরনের একটি অভিনব শর্তের জালে আটকে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের চিন্তা ও কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে সমবেত হচ্ছেন।”

তারেক রহমান বলেন, “মাত্র ১০ মাসের মাথায় সরকারের ভেতরে ও বাইরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। সরকার যদি জনগণের ভাষা ও আশা-আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হয়, তাহলে দেশের রাজনৈতিক অস্থিরতা আরো বাড়বে। এভাবে অস্থিরতা বাড়তে থাকলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।”

ঢাকা/এসবি





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত