Homeদেশের গণমাধ্যমেহার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বাতিলে ট্রাম্প প্রশাসনের আদেশে স্থগিতাদেশ

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বাতিলে ট্রাম্প প্রশাসনের আদেশে স্থগিতাদেশ


প্রকাশিত: ২২:৫৩, ২৩ মে ২০২৫  
আপডেট: ২২:৫৮, ২৩ মে ২০২৫


হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের আদেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে আদালত। শুক্রবার বোস্টনের আদালত এ সংক্রান্ত আদেশ দিয়েছে।

আইন মেনে চলতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে। একই নির্দেশনায় বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরও বন্ধ করা হয়েছে। হার্ভার্ডের ওপর ইহুদিবিদ্বেষের অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। সবশেষ গত সোমবার ইহুদি শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও জাতিগত হয়রানির অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ৬ কোটি ডলারের ফেডারেল অনুদান বাতিল করে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা মন্ত্রণালয় (এইচএইচএস)।

বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষমতা বাতিল করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে স্থানীয় সময় শুক্রবার সকালে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হার্ভার্ড মামলায় বলেছে, ট্রাম্প প্রশাসনের নির্দেশনা মার্কিন সংবিধান এবং অন্যান্য ফেডারেল আইনের ‘স্পষ্ট লঙ্ঘন।’ প্রশাসনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় এবং সাত হাজারেরও বেশি ভিসাধারীর উপর ‘তাৎক্ষণিক এবং বিধ্বংসী প্রভাব’ ফেলেছে।

হার্ভার্ড মামলায় যুক্তি দিয়ে বলেছে, “কলমের আঘাতে সরকার হার্ভার্ডের ছাত্র সংগঠনের এক চতুর্থাংশ আন্তর্জাতিক ছাত্র যারা বিশ্ববিদ্যালয় এবং এর মিশনে উল্লেখযোগ্য অবদান রাখছে তাদের মুছে ফেলার চেষ্টা করেছে।”

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিযুক্ত মার্কিন জেলা বিচারক অ্যালিসন বুরোস মামলার পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসনের নীতিটি স্থগিত করার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করেছেন।

ঢাকা/শাহেদ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত