Homeদেশের গণমাধ্যমে‘১৫ মিনিটের ফাইনালে’ টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে কিংসের শিরোপা

‘১৫ মিনিটের ফাইনালে’ টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে কিংসের শিরোপা


১০ জনের বসুন্ধরা কিংসের বিপক্ষে আবাহনী লিমিটেড শেষ ১৫ মিনিটে ফেভারিট অবস্থানেই ছিল। উজ্জীবিত হয়ে খেলতে পারলে দুই মৌসুম পর ফেডারেশন কাপের শিরোপা পুনরুদ্ধার করার সুযোগ ছিল। কিন্তু সেটা আর হলো কই? কিংস একজন কম নিয়ে খেলেও তাদের রুখে দিতে পেরেছে। ফাইনালে শেষ ১৫ মিনিটে গোল হজম করেনি। পরে টাইব্রেকারে ম্যাচ গড়ালে সেখানে মেহেদী হাসান শ্রাবনের নৈপুণ্যে ৫-৩ গোলে আবাহনীকে হারিয়ে শিরোপা ধরে রাখে কিংস। ঘটনাবহুল ফাইনাল জিতে এ নিয়ে তাদের ঘরে এলো ফেডারেশন কাপের চতুর্থ ট্রফি।

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অতিরিক্তি সময়ের শেষ ১৫ মিনিটে কেউ গোল করতে পারেনি। আবাহনী আক্রমণে এগিয়ে থাকলেও গোলকিপার শ্রাবনের পরীক্ষা সেভাবে নিতে পারেনি।

ম্যাচ টাইব্রেকারে গড়ালে সেখানে দেখা যায় কিংসের রাজত্ব। কিংসের ফেরনান্দেজ, মোরসালিন, তপু, ইনসান ও ডেসিলের জাল কাঁপানো শট আটকাতে পারেননি মিতুল মারমা। বিপরীতে আবাহনীর রাফায়েল, সবুজ ও মিরাজুল জাল কাঁপালেও পারেননি এমেকা ওগবাগ। নাইজেরিয়ান স্ট্রাইকারের দ্বিতীয় শটটি শ্রাবন দারুণভাবে ঝাঁপিয়ে আটকে দিয়েছেন। এমেকা ওগবাহ’র শট আটকে দিয়েই লুসাইলের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজের মতো কাঁধ নাচিয়ে উদযাপন শুরু করেন মেহেদী হাসান শ্রাবণ।

দেশের ফুটবল ইতিহাসেন এমন ১৫ মিনিটের ফাইনাল আগে হয়নি। গত মঙ্গলবার কালবৈশাখী ঝড়ের আঘাতে ফেডারেশন কাপে আবাহনী লিমিটেড-বসুন্ধরা কিংসের ম্যাচটি আলোর স্বল্পতার কারণে শেষ হতে পারেনি। স্কোর ১-১ এ নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্তি সময়ের প্রথমার্ধের পর দিনের আলোর অভাবে এরপর আর খেলা গড়ায়নি। দুই দলের অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে রেফারি সায়মন হাসান ম্যাচ স্থগিত ঘোষণা করে দুই সহকারীকে নিয়ে ড্রেসিংরুমে ফিরে যান। 

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত