ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নিজস্ব রাজনৈতিক যোগাযোগ কমিটি গঠন করেছে।
দলীয় আহ্বায়ক নাহিদ ইসলামের অনুমোদনের সাথে সাথে অন্যান্য রাজনৈতিক দল, উদ্যোগ এবং গোষ্ঠীগুলির সাথে আলোচনা ও ব্যস্ততা অর্জনের জন্য কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল।
আরফুল ইসলাম আদিব নয় সদস্যের কমিটির প্রধান হবেন, এনসিপির যৌথ সদস্য সচিব (অফিস) সালেহ উদদিন সিফাত স্বাক্ষরিত একটি নোটিশ জানিয়েছেন।
অন্যান্য সদস্যরা হলেন নুসরাত তাবাসাম, মাহবুব আলম, আতিক মুজাহিদ, আশরাফ উদদিন মহাদি, ওনিক রায়, মুহাম্মদ হাসান আলী, ফরিদুল হক, মাওলানা সানাউল্লাহ খান এবং সাদ্দাম হোসেন।