Homeবিনোদনঅভিনেত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগে বিতর্কের মুখে শামীম হাসান

অভিনেত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগে বিতর্কের মুখে শামীম হাসান


বছর দু্য়েক আগে প্রোডাকশন বয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে বিতর্কিত হয়েছিলেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। এবার এই অভিনেতার বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে শামীম হাসান নিজের সম্পর্কে এমন কিছু কথা বলেছেন, যা তাঁকে ঠেলে দিয়েছে বিতর্কের মুখে।

প্রিয়াঙ্কার অভিযোগ, গত সোমবার দোলনচাঁপা শুটিং হাউসে নির্মাতা শহীদ উন নবীর একটি নাটকের শুটিং চলাকালে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন শামীম সরকার। সংলাপ ভুল বলার কারণে ইউনিটের সবার সামনে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সেই ঘটনার বর্ণনা দিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘শুট চলাকালে সংলাপ ভুল বলায় শামীম হাসান সরকার অকথ্য ভাষায় গালি দেওয়া শুরু করেন। যত বাজে ধরনের ব্যবহার করা যায়, সেটা উনি করেছেন। প্রকাশ্যে ধর্ষণের হুমকি যাকে বলে। আমি হয়তো প্রতিবাদ করতে পারতাম। কিন্তু সে যেভাবে চিৎকার করে কথাগুলো বলছিল হয়তো আমার গায়ে হাত তুলত। এ কারণে সেখানে চুপ করে ছিলাম। দুই ঘণ্টা পর শট দিতে এলে সে আবার বাজে কথা বলতে শুরু করে। কিন্তু ইউনিটের কেউ কোনো প্রতিবাদ করেননি।’

শুটিং সেটে অনেকের সঙ্গেই শামীম বাজে ব্যবহার করেন বলে অভিযোগ করেন প্রিয়াঙ্কা। সেটে এই অভিনেতা নেশা করেন বলেও অভিযোগ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার সাক্ষাৎকার ছড়িয়ে পড়লে সংবাদমাধ্যমের সঙ্গে অভিযোগ নিয়ে কথা বলেন শামীম হাসান সরকার। ধর্ষণের হুমকির কথা অস্বীকার করলেও বাজে ব্যবহারের কথা স্বীকার করেছেন তিনি। শামীম যে ধরনের বাজে কথা বলেছেন তা একজন অভিনেতা বলতে পারেন কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। শামীম বলেন, ‘অভিনয় নয়, শুটিং সেটে টিকটক ও রিলসে ব্যস্ত ছিল ওই অভিনেত্রী। শুটিংয়ের সময় সংলাপ দিতে পারছিল না। তার মন পড়ে ছিল টিকটকের দিকে। সে যখন ভুল শুরু করল তখন পরিচালক তাকে বকা দেয়। এরপর আমিও তাকে বকা দিয়েছি। আমি তাকে বলেছি, আমি তোমার চেহারা দেখতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইভেন ফা… ইউ। খারাপ ব্যবহারের জন্য আমি মেয়েটাকে সরি বলার জন্য রেডি। পরিচালককে বলেছি অভিনয়শিল্পী সংঘে বিষয়টি জানিয়ে সমাধান করার জন্য। এর মাঝেই টিভি চ্যানেলে গিয়ে সে বিবৃতি দিল। আমার মানহানি করে সে নিজের মান বাড়াতে চাইছে।’

শামীম ও অহনা
শামীম ও অহনা

অভিযোগ মিথ্যা জানিয়ে শামীম বলেন, ‘সে যা বলছে সেটা এত মানুষের সামনে কেউ বলতে পারে না। আমি ধর্ষণ করার মতো ছেলে না। আমি সব সময় ধর্ষকের বিরুদ্ধে। আমি তাকে কোনো ধরনের সেক্সুয়াল হ্যারেজমেন্ট করি নাই। এ ছাড়া ওই মেয়ে বলছে, আমি তার গায়ে হাত তুলেছি। এ রকম কোনো ঘটনাই ঘটেনি। যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে মিডিয়া ছেড়ে দিব।’

নেশা করার অভিযোগটি মিথ্যা দাবি করলেও আগে তিনি এমনটা করতেন বলে জানান শামীম। তবে কয়েক মাস আগে বিয়ে করার পর থেকে তিনি কোনো ধরনের নেশার সঙ্গে জড়িত নন বলে দাবি এই অভিনেতার। প্রিয়াঙ্কার অভিযোগের কারণে মানহানি হওয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন শামীম। তবে তার আগে আলোচনা করতে চান পরিবার ও অভিনয়শিল্পী সংঘের সঙ্গে। পুরো ঘটনার পেছনে প্রিয়াঙ্কাকে পেছন থেকে কেউ মদদ দিচ্ছেন বলে মনে করেন শামীম।

প্রিয়াঙ্কা প্রিয়া

প্রিয়াঙ্কা প্রিয়া

প্রিয়াঙ্কার অভিযোগ নিয়ে কথা বলার সময় নিজের ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলেন অভিনেতা। তিনি জানান, অভিনেত্রী অহনার সাবেক প্রেমিক মনে করে অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে হেয় করছেন। একসময় গুঞ্জন ছড়িয়েছিল শামীম ও অহনা প্রেম করছেন। তবে দুজনের কেউ তা স্বীকার করেননি। শামীম জানালেন, তাঁদের সম্পর্ক ছিল। কিন্তু অহনার অতীত সম্পর্কে জানার পর সেখান থেকে বেরিয়ে এসেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অহনা তাঁর সাবেক প্রেমিককে জানোয়ার বলে সম্বোধন করেন। এর পর থেকে অনেকেই শামীমকে ইঙ্গিত করছেন।

শামীম বলেন, ‘অহনার একটা সাক্ষাৎকারের অংশ দেখে অনেকেই আমাকে অপমান করছে। আমার স্ত্রীকেও ট্যাগ করা হচ্ছে। এটা আমার জন্য ভীষণ লজ্জার। এ বিষয়ে পরিষ্কার করা উচিত। ওই প্রাক্তন জানোয়ারটা আমি নই। সে হচ্ছে মেহেদী হাসান হৃদয়। “বরবাদ” সিনেমার পরিচালক। তাঁদের মধ্যে সাত বছরের সম্পর্ক ছিল। মাঝখানে আমি অহনার সঙ্গে সাত মাসের জন্য বন্ধুত্ব করেছিলাম। সেই সময়েও তাঁদের দুজনের যোগাযোগ ছিল। এ কারণেই আমাদের সম্পর্কটা টিকে নাই। আমি তাঁকে বিয়ে করতে পারি না। বিয়ে তো দূরে থাক, প্রেমটাই তার সঙ্গে কনটিনিউ করতে পারি নাই।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত