নন্দিত অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। ২০০৯ সালে ‘লাক্স চ্যানেল আই’ ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চতুর্থ হয়েছিলেন। তার অভিনীত প্রথম নাটক ‘দ্বন্দ্ব’। এরপর একে একে ‘সাতকাহন’, ‘এক হৃদয়হীনা’, ‘গালিবের প্রেম ও বসন্ত কাব্য’, ‘মধ্যবর্তিনী’, ‘হলুদ শহরের প্রেম’, ‘খায়েশ’, ‘প্রেম বিভ্রাট’, ‘ইঞ্জিন’, ‘চিলেকোঠার সংসার’, ‘অন্ধকার ফুলের গন্ধ’, ‘শরৎ বাবু’, ‘ভবঘুরে’, ‘হুমায়ূন সমীপে’, ‘পরদেশী মেঘ’, ‘আলোর পথে’, ‘পথের পরিচয়’সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন। ওটিটি প্ল্যাটফর্মেও বেশ কিছু ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে কাজ করে প্রশংসিত হয়েছেন এ অভিনেত্রী। যার মধ্যে বিশেষত উল্লেখযোগ্য ওয়েব সিরিজ ‘সাবরিনা’, সিনেমা ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সাহস’ ও শর্টফিল্ম ‘জাহান’।
অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি দেশের বিভিন্ন সংগঠন কর্তৃক সম্মাননাও পেয়েছেন। তবে অর্ষা সবসময় কাজের সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী। বললেন, ‘সবসময়ের মতোই আমি ভালো গল্প এবং ভালো চরিত্রের প্রতি মনোযোগী একজন শিল্পী। গল্পটা যেমন ভালো হওয়া জরুরি এবং এর পাশাপাশি আমি কেমন চরিত্রে অভিনয় করতে যাচ্ছি সে বিষয়েও মনোযোগ থাকাটা প্রয়োজন। তাইতো সবসময় চেষ্টা করি যে কাজটি করছি বুঝে করার। আমার কাজ যারা পছন্দ করেন, তাদের ভালো লাগাটাও গুরুত্ব দিতে হবে। তাদের আমার কাজের প্রতি ভালো লাগা আরও ভালো কাজের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে।’
Source link