ঢাকাই ছবির গ্লামারাস চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমা নিয়েই বছর জুড়ে ব্যস্ততা থাকে তার। ষ্টেজ পারফর্মেন্সে খুব একটা সরব নন ববি। এবার কক্সবাজারে রয়েল টিউলিপ হোটেলে আজিক গ্রুপের একটি অনুষ্ঠানে পারফর্ম করলেন এই সুন্দরী।
সোমবার (২৮ এপ্রিল) রাতে সেখানে একটি অনুষ্ঠানে নাচের পারফর্ম করে মঙ্গলবার দুপুরে ঢাকায় ফিরেছেন ববি। এদিকে ‘বউ’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এখন শুধু গানের শুটিং বাকি বলে কালবেলাকে জানালেন ববি।
মে মাসের প্রথম সপ্তাহেই ‘শিরোনাম’ নামে একটি নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন ববি। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে। এছাড়া ববির হাতে আরও কিছু সিনেমা ও বিজ্ঞাপনের কাজ রয়েছে। চলতি কাজ শেষ করেই নতুন কাজের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি।