Homeবিনোদনপাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধের দাবি ভারতে

পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধের দাবি ভারতে


Ajker Patrika

পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধের দাবি ভারতে

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৮: ৩১

Photo

ফাওয়াদ খান ও হানিয়া আমির। ছবি: ইনস্টাগ্রাম

একসময় ভারতীয় শোবিজে নিয়মিত অংশগ্রহণ ছিল পাকিস্তানি শিল্পীদের। অভিনয় থেকে গান—সব ক্ষেত্রে পাওয়া যেত তাঁদের। তবে ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের শিল্পীদের ওপর ভারতে নিষেধাজ্ঞা জারি হয়। ২০২৩ সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ভারতে স্বাভাবিক হতে শুরু করে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। আগামী ৯ মে মুক্তির কথা পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ‘আবির গুলাল’, জুনে মুক্তির অপেক্ষায় রয়েছে দিলজিৎ‍ দোসাঞ্জ ও পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের ‘সরদারজি থ্রি’। এ ছাড়া পরিচালক অমিত কাসারিয়ার ‘লাভ স্টোরি অব নাইন্টিজ’ সিনেমায় গাওয়ার কথা পাকিস্তানি গায়ক আতিফ আসলামের। কিন্তু সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় এসব কাজ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

চলতি মাসের শুরুতে আবির গুলাল সিনেমার টিজার প্রকাশের পর থেকে মহারাষ্ট্রে সিনেমাটির রিলিজ নিয়ে আপত্তি জানিয়েছিল শিবসেনাসহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। এখন এ সিনেমার বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে পুরো ভারতে। যদিও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে পোস্ট দিয়েছিলেন ফাওয়াদ। শোকবার্তা জানিয়েছেন অভিনেত্রী হানিয়া আমিরও। তবে এতে কোনো কাজ হচ্ছে না। ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজের বিরোধিতা করছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। তারা পাকিস্তানি শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে কাজ না করার আহ্বান জানিয়েছে ভারতের বিনোদন ইন্ডাস্ট্রিকে। ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের নীতি ত্যাগ করেছে ভারত সরকার। ফলে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজের ব্যাপারে আবার দেখা দিয়েছে অনিশ্চয়তা।

এমন অবস্থায় ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে আবির গুলাল সিনেমার প্রকাশিত দুটি গান। ৯ মে সিনেমা মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান আ রিচার লেন্স এন্টারটেইনমেন্ট। আরতি বাগদি পরিচালিত এ সিনেমায় একজন শেফের চরিত্রে অভিনয় করেছেন ফাওয়াদ, তাঁর বিপরীতে রয়েছেন বাণী কাপুর।

পেহেলগামের ঘটনার পর পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করার জন্য বাণী কাপুর ও দিলজিৎকে নিয়েও সমালোচনা শুরু হয়েছে। আবির গুলাল ও সরদারজি থ্রি বয়কটের দাবির পাশাপাশি যেসব ভারতীয় শিল্পী পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করছেন, তাঁদেরও বয়কটের দাবি তুলেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত