Homeবিনোদনবিচারকের ভূমিকায় মেহজাবীন | কালবেলা

বিচারকের ভূমিকায় মেহজাবীন | কালবেলা


অভিনেত্রী, মডেল মেহজাবীন চৌধুরী। ২০১০ সালে তিনি ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে পেছনে ফেলে সেবার চ্যাম্পিয়ন হয়েছিলেন এই অভিনেত্রী। এরপর অভিনেত্রী হিসেবে তিনি একজন জাত অভিনেত্রীতে নিজেকে পরিণত করেছেন। মডেল হিসেবেও পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা।

যে রিয়েলিটি শোর প্রতিযোগী হিসেবে তিনি নাম লিখিয়েছিলেন, পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেই প্রতিযোগিতার প্রধান বিচারক এখন তিনি। শিগগির শুরু হতে যাওয়া ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫’-এর পুরো সিজনেরই বিচারক হিসেবে কাজ করবেন মেহজাবীন। প্রতিযোগীর পর্যায় থেকে একই রিয়েলিটি শোর প্রধান বিচারক হিসেবে কাজ করা প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘যে প্ল্যাটফর্ম আমার জীবনের টার্নিং পয়েন্ট, সেই একই প্ল্যাটফর্মে আমি বিচারক হিসেবে থাকছি। এটা অবশ্যই আমার জন্য অনেক বড় একটা অর্জন এবং অনেক বড় একটা দায়িত্বও বটে। বিচারকদের দায়িত্ব সঠিক মানুষকে খুঁজে আনা, সেই দায়িত্ব এখন আমার কাঁধেও। আমি সততার সঙ্গে খুব ভালোভাবে দায়িত্বটুকু পালন করার চেষ্টা করব। সত্যি বলতে কী, নিজের ভেতর অনেক ভালো লাগা কাজ করছে। জয়া আপা, রায়হান রাফী ভাইয়ার সঙ্গে আমিও একজন বিচারক হিসেবে থাকতে পেরে ভীষণ সম্মানিত বোধ করছি। আশা করছি এবারের আয়োজন অনেক ভালো হবে এবং একজন সঠিক প্রতিযোগীকেই নির্বাচিত করতে পারব।’

২০১৮ সালে সর্বশেষ ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা সম্পন্ন হয়, যাতে চ্যাম্পিয়ন হয়েছিলেন মিম মানতাশা। সাত বছর বিরতির পর তা আবারও শুরু হতে যাচ্ছে। গত ৬ মে থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। চলবে ৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছরের মেয়েরা এতে অংশগ্রহণ করতে পারবেন। রিয়েলিটি শোয়ের ফরম্যাটে অ্যাক্টিং ও স্টাইলিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে কনটেন্ট ম্যাকিংয়ের যোগ্যতা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত