Homeবিনোদনবিয়ে নিয়ে মুখ খুললেন জায়েদ খান

বিয়ে নিয়ে মুখ খুললেন জায়েদ খান


ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান দেশের রাজনৈতিক পটপরিবর্তনের আগেই দেশ ছাড়েন। এরপর থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন এবং বিভিন্ন প্রজেক্ট ও পারফর্মেন্স নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে এদিকে সামাজিক মাধ্যমে উঠেছে নতুন গুঞ্জন- মার্কিন মুলুকে নাকি বিয়ে করেছেন জায়েদ খান এবং গোপনে সংসারও শুরু করেছেন।

সামাজিক মাধ্যমে বেশ কয়েক দিন ধরে ঘুরে বেড়াচ্ছে এ ধরনের তথ্য। শোনা যাচ্ছে, তার স্ত্রী একজন মার্কিন নাগরিক এবং মিডিয়া জগতের সঙ্গেও জড়িত। কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে, তিনি নাকি হানিমুন করছেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। এই গুঞ্জনের সূত্র ধরেই অনেক ভক্তের কৌতূহল- আসলে কী করছেন জায়েদ খান? যদিও এই দাবি একেবারেই ভিত্তিহীন বলে জানিয়েছেন নায়ক নিজে।

সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই মুখ খুলেছেন এই নায়ক। নিউইয়র্ক থেকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেন, “আমাকে নিয়ে মানুষের কিছু একটা মজা করতে হবে, তাই এমন গুজব ছড়িয়ে দিয়েছে। আমি এখানে রয়েছি, ব্যস্ত সময় কাটাচ্ছি। নতুন কিছু প্রজেক্টের কাজ করছি। নিজেকে সময় দিচ্ছি। শিগগিরই সব দেখতে পারবেন।” বিয়ে প্রসঙ্গে তিনি আরও বলেন,“বিয়ে করিনি, এটা কখন করবো চূড়ান্ত করিনি। যেহেতু নিউইয়র্কে রয়েছি, এটা আমার স্থায়ী ঠিকানা। তাই আপাতত বিয়ের কথা ভাবছি না। বুঝতে পারি না, এসব গুজব কারা ছড়ায়।”

জায়েদ খান নিউইয়র্কে অবস্থান করলেও যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে আয়োজিত শোতে অংশ নিচ্ছেন। পাশাপাশি নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-তে সেলিব্রেটিদের নিয়ে টকশো উপস্থাপনাও করছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’ মুক্তি পায় গত বছরের শুরুতে। জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন ও পাপিয়া মাহি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত