Homeবিনোদনবিশ্বকবির জন্মদিন উপলক্ষে জিন্নাহর গান

বিশ্বকবির জন্মদিন উপলক্ষে জিন্নাহর গান


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। রবী-ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানাতে ‘তোমার সোনার তরী শিরোনামে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী জিন্নাহ খান। গীতিকার অনুরূপ আইচের কথা ও সুরে এ গানের সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ।

গানটির প্রসঙ্গে জিন্নাহ খান বলেন, আমার গানে বাণিজ্যকে প্রাধান্য দেই না। ভালো গানের পাশাপাশি এক্সেপশানাল কিছু গান করে যেতে চাই ভবিষ্যতের জন্য। সেই বাসনা থেকে গতবছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গান করেছি। এবার রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে করলাম। আগামীতে পল্লীকবি জসিম উদ্দিনকে নিয়ে করব।

তিনি আরও বলেন, এরকম মৃত্যুঞ্জয়ী ব্যক্তিত্ব ও সামাজিক মূল্যবোধ নিয়ে অনেক গান করার ইচ্ছা রয়েছে। আর এ কনসেপ্টটি আমি পেয়েছি অনুরূপ আইচের থেকে এবং আমার নতুন গানটি প্রকাশ পেয়েছে ‘জেড মিউজিক আর্টএর ইউটিউব চ্যানেলে।

অনুরূপ আইচ বলেন, আমাদের দেশে এখন অনেক শিল্পী থাকলেও শিল্পবোদ্ধা শিল্পীর অভাব রয়েছে। কিন্তু জিন্নাহ খান আমার ব্যাতিক্রমী ধারার গান করার ইচ্ছাকে প্রাধান্য দেওয়ায় আমার ইচ্ছামাফিক কিছু গান করতে পারছি। আমার বিশ্বাস, আমার লেখা ও সুরে ‘কাজী নজরুল’ গানের মতো রবীন্দ্রনাথকে নিয়ে গানটিও ইতিবাচক সাড়া ফেলবে।

অন্যদিকে সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ বলেন, স্বনামধন্য গীতিকার অনুরূপ আইচের সাথে আমার অনেক হিট গান রয়েছে। উনার সুবাদে জিন্নাহ খানের এক্সেপশানাল গানগুলো করেও আমি আনন্দিত। নজরুল ও রবীন্দ্রনাথকে নিয়ে এই গানগুলো ভবিষ্যতে ইতিহাস হয়ে রবে বলে বিশ্বাস করি আমি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত