জম্মু-কাশ্মীরের পেহেলগামের বৈসারান এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে ফের উত্তেজনা দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে ভারতে নিষিদ্ধ করা হয়েছে একাধিক পাকিস্তানি সেলিব্রিটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ভারতীয় ব্যবহারকারীরা এখন আর দেখতে পাচ্ছেন না পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান, হানিয়া আমির, সজল আলি ও গায়ক আলি জাফরের ইনস্টাগ্রাম প্রোফাইল। খবর : ইকোনমিকস টাইমস
তবে পাকিস্তানি অন্য তারকা ফাওয়াদ খান, আতিফ আসলামদের সামাজিক যোগাযোগমাধ্য ভারতে এখনো সচল রয়েছে।
২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামের বৈসারান এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন অন্তত ২৬ জন। হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক নেপালি নাগরিকও। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ধর্ম জানার পর কাছ থেকে গুলি চালিয়ে হত্যা করে।
এই হামলার পরই ভারত সরকার ডিজিটাল মাধ্যমে পাকিস্তানি কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়।
এরই মধ্যে ভারত সরকার পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলও ব্লক করে দিয়েছে। এছাড়া পাকিস্তানি ডন নিউজ, জিও নিউজ, এআরওয়াই নিউজ, সামা টিভি সহ একাধিক জনপ্রিয় গণমাধ্যমও ভারতে দেখা যাচ্ছে না। সাবেক ক্রিকেটার শোয়েব আখতার ও পডকাস্টার শেহজাদ ঘিয়াসের ব্যক্তিগত চ্যানেলও রয়েছে ব্লক হওয়া চ্যানেলের তালিকায়।
ভারতীয় সরকারি সূত্রে জানা যায়, এসব চ্যানেলের বিরুদ্ধে উসকানিমূলক, সাম্প্রদায়িক ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ রয়েছে। পদক্ষেপটি নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে।
এছাড়া ভারতীয় দর্শকরা আর প্রবেশ করতে পারছেন না পাকিস্তানের জনপ্রিয় চ্যানেল যেমন হাম টিভি, এআরওয়াই ডিজিটাল এবং জিও এন্টারটেইনমেন্ট-এর সোশ্যাল মিডিয়া পেজে। জনপ্রিয় সিরিজ ‘হামসাফর’, ‘মেরে হামসাফর’ এবং ‘জিন্দেগি গুলজার হ্যায়’।
এছাড়া, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড সিনেমা ‘আবির গুলাল’-এর মুক্তিও ভারতে বাতিল করা হয়েছে।