Homeবিনোদনভারতে পাবে আগে মুক্তি | কালবেলা

ভারতে পাবে আগে মুক্তি | কালবেলা


বিশ্বব্যাপী আগামী ২৩ মে মুক্তি পাবে ‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’। ইথান হান্টের চরিত্রে অভিনয় করা ভারতে টম ক্রুজ ভক্তদের জন্য এটি একটি দারুণ খবর।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিনেমাটি ১৭ মে ভারতে মুক্তি পাবে। তার এক সপ্তাহ পর ২৩ মে বাকি বিশ্বে মুক্তি দেওয়া হবে। নির্মাতা ক্রিস্টোফার ম্যাককুয়ারি এমনটাই জানিয়েছেন।

এ ছাড়া ভারতের বহুভাষিক দর্শকের কথা মাথায় রেখে ছবিটি ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি দেওয়া হবে। এতে দেশটির বিভিন্ন রাজ্যের দর্শকরা নিজেদের ভাষায় উপভোগ করতে পারবেন টম ক্রুজের দুর্ধর্ষ এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি।

এই ছবিটি হতে যাচ্ছে ‘মিশন: ইমপসিবল’ সিরিজের সব শেষ সিনেমা। টম ক্রুজের চরিত্র ‘ইথান হান্ট’ এই পর্বে সবচেয়ে বিপজ্জনক ও জটিল মিশনের মুখোমুখি হবে। থাকছে চমকপ্রদ স্টান্ট, টান টান উত্তেজনা আর বিশ্বব্যাপী অভিযান।

বিশেষজ্ঞদের ধারণা, আগাম মুক্তির কৌশল ভারতের বাজারে ছবিটির বক্স অফিস সাফল্যে বড় প্রভাব ফেলবে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছবিটি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘ডেড রেকনিং’-এর প্রথম কিস্তি, এবার আসছে সেটারই চূড়ান্ত পর্ব। এবারও ইথান হান্টের চরিত্রে হাজির হবেন টম ক্রুজ। তাকে দেখা যাবে ভয়ংকর এক শত্রুর মুখোমুখি হতে।

তারকাবহুল এই ছবিতে টম ক্রুজ ছাড়াও আছেন হেইলি অ্যাটওয়েল, ভানেসা করবি, সাইমন পেগ প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত