Homeবিনোদনযুক্তরাষ্ট্র ও কানাডায় প্রীতম ইউরোপ যাচ্ছেন লিজা

যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রীতম ইউরোপ যাচ্ছেন লিজা


বিদেশে ব্যস্ত সময় পার করছেন দেশের সংগীতশিল্পীরা। সম্প্রতি সৌদি আরব মাতিয়ে এসেছেন জেমস, ইমরান মাহমুদুল, পড়শী, মিলারা। যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড মাইলস, অর্ণব ও সুনিধি। এ ছাড়া সম্প্রতি কানাডায় গান শুনিয়ে এসেছেন বাপ্পা মজুমদার ও এলিটা করিম। এবার জানা গেল, তিন মাসের সফরে যুক্তরাষ্ট্র ও কানাডায় যাচ্ছেন প্রীতম হাসান। অন্যদিকে আগামী জুন ও জুলাইয়ে ইউরোপের চার দেশে গান শোনাবেন সানিয়া সুলতানা লিজা।

প্রীতমের নর্থ আমেরিকা সফর শুরু হবে ৩১ মে যুক্তরাষ্ট্রের ডালাস শহর থেকে। তিন মাসে দুই দেশের ১৭টি শহরে গান শোনাবেন। ১ জুন মিয়ামি, ১৫ জুন নিউইয়র্ক, ২১ জুন স্যান হোসে, ২২ জুন পোর্টল্যান্ড, ২৮ জুন প্যাটারসন, ৫ জুলাই টরন্টো, ৬ জুলাই মন্ট্রিয়ল, ১২ জুলাই বোস্টন, ২০ জুলাই লস অ্যাঞ্জেলেস, ২৫ জুলাই হিউস্টোন, ২ আগস্ট ওয়াশিংটন, ৩ আগস্ট ডেট্রয়েট, ৩০ আগস্ট আটলান্টা এবং ৩১ আগস্ট বাফেলোতে কনসার্টে গান শোনাবেন প্রীতম হাসান ও তাঁর দল। প্রীতমের এই সফর আয়োজন করেছে দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং বাংলা নিউ এরা। ইতিমধ্যে শুরু হয়েছে বেশ কয়েকটি কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি।

প্রীতম এখন ব্যস্ত অভিনয়ে। শিহাব শাহীনের ‘তুমি আমি শুধু’ ওয়েব ফিল্মের শুটিং করছেন। জানা গেছে, এটির শুটিং শেষ করেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন তিনি।

অন্যদিকে, কোরবানির ঈদের পর ইউরোপ ট্যুরে যাবেন সানিয়া সুলতানা লিজা। জুন-জুলাইয়ে ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও স্পেনে গান শোনাবেন তিনি। লিজার এই সংগীত সফর শুরু হবে ২২ জুন ফ্রান্সের প্যারিসের অনুষ্ঠান দিয়ে। ২৯ জুন বেলজিয়ামের লিজ শহরে বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে বৈশাখী উৎসবে পারফর্ম করবেন লিজা। এই অনুষ্ঠানে আরও গাইবেন রাহুল আনন্দ ও সাগর বাউল। এ ছাড়া ৫ জুলাই সুইজারল্যান্ডের জুরিখ ও ১২ জুলাই স্পেনের বার্সেলোনায় গাইবেন লিজা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত