Homeবিনোদনরবীন্দ্রনাথের জন্মদিনের আয়োজন

রবীন্দ্রনাথের জন্মদিনের আয়োজন


আজ ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। দিনটি ঘিরে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া মঞ্চে থাকছে নাট্য প্রদর্শনী, প্রকাশিত হয়েছে নতুন গান। নির্বাচিত এসব আয়োজনের খবর থাকছে এ প্রতিবেদনে।

বিটিভি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘সম্পত্তি সমর্পণ’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘সম্পত্তি সমর্পণ’-এর নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত। যজ্ঞনাথ কুন্ডু অত্যন্ত কৃপণ ব্যক্তি। পুত্রবধূ মারা যাওয়ার পর একমাত্র ছেলে দামোদরও তাকে ছেড়ে চলে যায়। নিতাই নামের একটি অনাথ ছেলেকে আশ্রয় দেয় যজ্ঞনাথ। সে প্রায় সময় লোভ দেখাত এই বলে যে তার টাকাপয়সা ধনসম্পদ সব নিতাইকে দিয়ে যাবে। এক রাতে ছোট্ট নিতাইকে নিয়ে একটি গুহার মধ্যে প্রবেশ করে যজ্ঞনাথ, যেখানে রাখা আছে তার সঞ্চিত ধনসম্পদ। এরপর নানা নাটকীয়তায় এগিয়ে যায় নাটকের গল্প। অভিনয় করেছেন আবুল হায়াত, তৌকীর আহমেদ, ফারজানা ছবি, মোহাম্মদ বারী প্রমুখ। বিটিভির আয়োজনে আরও থাকছে রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর সাহিত্যকর্ম নিয়ে আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, কবিতা আবৃত্তি ও কাব্যনাট্য।

রাত ১১টায় রয়েছে নাট্য সংগঠন স্বপ্নদলের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। মহাভারতের উপাখ্যান অবলম্বনে রচিত কাব্যনাট্যটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা মহাবীর অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করে। অপমানিত চিত্রাঙ্গদা দেবতাদের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হয়। অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হতে থাকে। তার মনে প্রশ্ন জাগে, অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসে, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে?

দুরন্ত

সকাল ১০টায় প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’। পরিচালনায় পার্থ প্রতিম হালদার। নৃত্য পরিবেশন করবে নৃত্য সংগঠন ‘সাধনা’র নৃত্যশিল্পী রুদমিলা প্রিয়ন্তী চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশগুপ্তা, মাহিনুর মাহজাবিন রূপ, আনুভা চৌধুরী ও মধুরিমা রায়। বিকেল ৫টা ৩০ মিনিটে রয়েছে ‘সুরে ছন্দে রবীন্দ্রনাথ’। রাত ১০টায় রয়েছে ‘মাধো’ ও ‘ডাকঘর’ নামের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কবির সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র দুটি নির্মাণ করা হয়েছে। সুমনা সিদ্দিকী বানিয়েছেন মাধো এবং ডাকঘর বানিয়েছেন লুসি তৃপ্তি গোমেজ।

আরটিভি

বেলা ১টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘অক্ষরের গল্প’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। রেজাউদ্দিন স্টালিনের উপস্থাপনায় এতে অতিথি থাকবেন রবীন্দ্রসংগীতশিল্পী তনুশ্রী দীপক। রাত ৮টায় প্রচার করা হবে নাটক ‘নিশীথে’। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয়ে রওনক হাসান, জাকিয়া বারী মম প্রমুখ।

‘সম্পত্তি সমর্পণ’ নাটকের দৃশ্যে তৌকীর আহমেদ ও ফারজানা। ছবি: বিটিভির সৌজন্যে

‘সম্পত্তি সমর্পণ’ নাটকের দৃশ্যে তৌকীর আহমেদ ও ফারজানা। ছবি: বিটিভির সৌজন্যে

দীপ্ত টিভি

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ থেকে অনুপ্রাণিত ধারাবাহিক ‘দেনা পাওনা’ দেখা যাবে রাত ৯টা ৩০ মিনিটে। চিত্রনাট্য করেছেন আফিফা মোহসিনা অরণি, সংলাপ লিখেছেন কলিন রড্রিক। আশিস রায়ের পরিচালনায় ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আজিজুল হাকিম, নাজনীন হাসান চুমকি, তানভীর সুইটি, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ প্রমুখ।

মাছরাঙা টেলিভিশন

রাত ১০টা ৩০ মিনিটে প্রচার করা হবে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন: টাইমলেস টাগোর’।

শিল্পকলায় ‘হেলেন কেলার’

রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাট্য সংগঠন স্বপ্নদল মঞ্চস্থ করবে নাটক ‘হেলেন কেলার’। দৃষ্টি, বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষক অ্যান সুলিভানের প্রেরণায় সব নেতিবাচকতার বিরুদ্ধে হেলেন কেলারের ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে এই নাটক। উঠে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর, চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, কেনেডি, আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে হেলেন কেলারের জীবনের সমৃদ্ধির কথা। নাটটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু, নির্দেশনায় জাহিদ রিপন। অভিনয়ে জুয়েনা শবনম।

গান প্রকাশ

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া প্রকাশ করেছেন রবীন্দ্রসংগীত ‘মেঘ বলেছে যাবো যাবো’। কর্নিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে ‘তোমার সোনার তরী’ শিরোনামের একটি গান গেয়েছেন জিন্নাহ খান। অনুরূপ আইচের কথা-সুরে গানটির সংগীত আয়োজন করেছেন জাহিদ বাশার পংকজ। ভিডিও বানিয়েছেন এ. বাবুল। গানটি প্রকাশ করা হয়েছে জেড মিউজিক আর্ট নামের ইউটিউব চ্যানেলে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত