Homeবিনোদনরাজনীতিতে আর কামব্যাক করব না : হিরো আলম

রাজনীতিতে আর কামব্যাক করব না : হিরো আলম


আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছি যার মধ্যে দুবার পাসও করেছিলাম। তবে, বর্তমানে দেশের যে পরিস্থিতি এ পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব না। আমি রাজনীতি থেকে সরে এসেছি, আর রাজনীতিতে কামব্যাক করব না। কারণ যেদেশের জনগণের জন্য রাজনীতি করবেন সেদেশের জনগণের জন্য যদি আপনি ১০টা ভালো কাজ করার পর একটা ভুল কাজ করেন তখনো আপনাকে ছাড় দেওয়া হয় না।

শনিবার (১৭ মে) বিকেলে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গা প্রসাদ এলাকায় একটি সেলুন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

হিরো আলম আরও বলেন, আমি জনগণের জন্য আন্দোলন সংগ্রাম করলাম, ছাত্র আন্দোলন থেকে শুরু করে যেখানে অন্যায় হয়েছে সেখানেই ঝাঁপিয়ে পড়েছি। অথচ বিনিময়ে পেলাম মানুষের লাঞ্ছিত, মানুষের মাইর এবং মানুষের ধিক্কার। এ ছাড়া আমি হিরো আলম কী পেয়েছি? কার জন্য করব? এদেশের আইনের কাছে যাবেন, আদালতের কাছে যাবেন সেখানেও আমরা নিরাপত্তা পাই না।

তিনি বলেন, দেশ বর্তমানে এমন পর্যায়ে আছে যেখানে ক্ষমতা সেখানেই দেশ। ভেবেছিলাম পরিবর্তন পাব, কিন্তু এদেশে কোনো পরিবর্তন নেই। একদল গেছে, আরেক দল আসছে। এককথায় জনগণের আস্থা হারিয়ে গেছে। তাই আমি বুঝেছি দেশের এই পরিস্থিতিতে দেশের জনগণের জন্যে কিছু করতে পারব না।

তিনি আরও বলে, আমি মিডিয়ার মানুষ মিডিয়াতে থাকতে চাই, রাজনীতিতে আর কামব্যাক করব না। খুব শিগগিরই ১০ জন মডেলকে নিয়ে আসব মিডিয়াতে। এরইমধ্যে ৫ জনকে নিয়ে আত্মপ্রকাশ করেছি। এ মুহূর্তে কাজের মধ্যে থাকতে চাই।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত