Homeবিনোদনসবকিছুতেই তারা জড়িয়ে থাকেন অদৃশ্য ছায়ার মতো : শাকিব

সবকিছুতেই তারা জড়িয়ে থাকেন অদৃশ্য ছায়ার মতো : শাকিব


ঢালিউডের সুপারস্টার শাকিব খান। যিনি শুধু রুপালি পর্দায় নন, সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের সরব উপস্থিতি দিয়ে ভক্তদের হৃদয় জয় করে চলেছেন। আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আবারও ছুঁয়ে গেলেন অসংখ্য অনুরাগীদের হৃদয়। সিনেমার ঝলমলে জগতে থেকেও ভুললেন না পর্দার পেছনের অক্লান্ত শ্রমিকদের কথা। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় শুটিং ইউনিটের সকল শ্রমিকদের প্রতি জানালেন গভীর শ্রদ্ধা। মহান মে দিবসের মাহাত্ম্য যেন আরও মূর্ত হয়ে উঠল ঢাকাই সিনেমার এই কিংবদন্তির বার্তায়।

তাদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই নায়ক লিখেছেন, ‘দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম। প্রযোজক, পরিচালক কিংবা অভিনয়শিল্পীদের বসার চেয়ার এগিয়ে দেয়া থেকে শুরু করে – লাইট বসানো, সেট তৈরি, খাবার পরিবেশন; সবকিছুতেই তারা জড়িয়ে থাকেন অদৃশ্য এক ছায়ার মতো।’

এরপর লেখেন, ‘একটি ভালো চলচ্চিত্র নির্মাণে এসব শ্রমিকদের অবদান অপরিসীম। তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনো চলচ্চিত্রই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়। আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা জানাই এসকল শুটিংকর্মীসহ পৃথিবীর প্রতিটি শ্রেণিপেশার পরিশ্রমী মানুষদের, যারা নীরবে নিভৃতে নিজেদের শ্রম দিয়ে যান আমাদের কাজগুলো সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে।’

সিনেমা হলে রমরমিয়ে চলছে শাকিবের ‘বরবাদ’। নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত