Homeবিনোদনসিদ্ধার্থের বিপরীতে শ্রীলীলা | কালবেলা

সিদ্ধার্থের বিপরীতে শ্রীলীলা | কালবেলা


টলিউডের গ্ল্যামার কুইন থেকে এখন পুরো ভারতীয় সিনে-ইন্ডাস্টির চোখের মণি শ্রীলীলার উত্থান যেন সিনেমার চেয়েও নাটকীয়। ‘গুন্টুর কারাম’-এর তুফান তোলা ‘কুর্চি মাদাথাপেট্টি’ গানে তার উপস্থিতি মন কেড়েছিলো কোটি ভক্তের। এরপর ‘পুষ্পা ২ : দ্য রুল’ এর ‘কিসসিকি’ গানের মাধ্যমে আবারও ঝড় তুলেন এই সুন্দরী। বলিউডে এখনও তার আনুষ্ঠানিক অভিষেক না হলেও, তার জনপ্রিয়তার ঢেউ ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করতে চলেছেন শ্রীলীলা।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা সূত্রে জানা যায়, সম্প্রতি শ্রীলীলাকে দেখা যায় নামি প্রযোজক মহাবীর জৈনের সঙ্গে, যার ফলে বলিউডের অন্দরে শুরু হয়েছে নতুন গুঞ্জন—তারা কি একসঙ্গে কোনো বড় প্রজেক্টে কাজ করতে চলেছেন?
এদিকে প্রযোজক মহাবীর জৈনের তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, আনন্দ এল রাই স্যারের জাদু ও শ্রীলীলার সৌন্দর্য ও মেধার সংমিশ্রণ দেখতে চাই। তিনি এমন এক প্রতিভা, যিনি আগামী দিনের সুপারস্টার হওয়ার পথে।

এখন সিনেপ্রেমীদের মনে প্রশ্ন, এই আসন্ন ছবিতে কি শ্রীলীলাকে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখতে যাচ্ছি? জল্পনা যতই বাড়ছে, ভক্তদের উত্তেজনার পারদ ততই চড়ছে।

শ্রীলীলা বর্তমানে অনুরাগ বসুর পরিচালনায় আশিকি ৩ সিনেমায় কাজ করছেন। যেখানে তাকে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে। ইতোমধ্যে ছবিটির ফার্স্ট লুক টিজার প্রকাশ পেয়েছে। যা দেখে বেশ উচ্ছ্বাসিত দর্শকরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত