Homeবিনোদনসিনেমা কঠিন জায়গা | কালবেলা

সিনেমা কঠিন জায়গা | কালবেলা


অভিনেতা শ্যামল মাওলা। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে চুরমার করতে একটুও কার্পণ্য করেন না তিনি। তার প্রতিটি নতুন কাজ মানেই, দর্শকদের জন্য নতুন কোনো চমক। তাইতো ইন্ডাস্ট্রির ভার্সেটাইল এই অভিনেতাকে নিয়ে আগ্রহের কমতি নেই নির্মাতাদের। দাপটের সঙ্গে কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মসহ নাটকে-সিনেমায়।

তবে ওটিটি প্ল্যাটফর্মেই তার ব্যস্ততা বেশি। সম্প্রতি কালবেলার সঙ্গে আলাপকালে তিন প্ল্যাটফর্মে নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এই অভিনেতা।

তবে তার কাছে সিনেমায় অভিনয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সিনেমা একটি কঠিন জায়গা। মেইনস্ট্রিম সিনেমা বলতে আমরা যা বুঝি, সেটি হচ্ছে কমার্শিয়াল সিনেমা। এ ধরনের কাজ করতে গেলে আপনার প্রথম যে কাজটি শিখতে হবে, সেটি হচ্ছে অভিনয়। তারপর শুধু অভিনয় জানলেই চলবে না, তার সঙ্গে আপনাকে ফাইট জানতে হবে, নাচ জানতে হবে। এমন কী আপনার এক্সপ্রেশনেও পরিবর্তন হবে। এ ছাড়া অনেক কিছু শিখতে হবে। কারণ এ ধরনের সিনেমার কাজ অন্য সব ধরনের কাজের থেকে আলাদা।’

এ সময় তিনি আরও জানান, নাটক ইন্ডাস্ট্রিতে শুধু অভিনয় জানলে আপনি কাজ করে যেতে পারবেন বছরের পর বছর। কিন্তু কমার্শিয়াল সিনেমায় কাজ করতে গেলে শুধু অভিনয় জানলে টিকে থাকা যাবে না বলে জানান এই অভিনেতা।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত