বারান্দায় বসার জন্য চেয়ার কিনেছিলেন। কিন্তু দীর্ঘদিন ব্যবহার আর ঘষে পরিষ্কার করতে করতে চেয়ারের রঙের বারোটা বেজে গেছে। যেহেতু ভেঙে যায়নি, তাই ফেলতেও মায়া হচ্ছে, তাই তো? চাইলে পুরোনো এই চেয়ারকে নতুন কোনো কাজে লাগাতে পারেন। কীভাবে?
রাঙিয়ে তুলুন
চেয়ারের রং নষ্ট হয়ে গেলে তা নতুন করে রাঙিয়ে নিতে পারেন। অনুপ্রেরণা নিতে পারেন পিন্টারেস্ট থেকে। উজ্জ্বল রং; যেমন সরষে হলুদ, ম্যাজেন্টা, টারকোয়াইজ নীলের একটি চেয়ার রোদভরা বারান্দায় রাখলে কিন্তু মন্দ লাগবে না।
ছাদ বা বারান্দা বাগানের শেলফ
আপনার ভাঙা চেয়ারের পায়া খুলে নিয়ে বাকিটা কায়দা করে বারান্দার গ্রিল বা দেয়ালের সঙ্গে ঝুলিয়ে দিলেই সুন্দর একটা গাছ রাখার শেলফ হয়ে যাবে। চাইলে ঝলমলে কোনো রঙে রাঙিয়ে নিতে পারেন শেলফখানা।
কাঠের চেয়ারে দোলনা
চেয়ারের পায়াগুলো খুলে নিন। এবার সিটারটি দড়ি বেঁধে ঝুলিয়ে দিলেই চমৎকার একটা দোলনা হয়ে যাবে। বসার আরামের জন্য দোলনায় দিয়ে দিতে পারেন আরামদায়ক কুশন।
তৈরি করুন স্টোরেজ বক্স
চেয়ারের পায়ার ফাঁকগুলো বোর্ড বা এ ধরনের কিছু দিয়ে বন্ধ করে নিচে একটা তলা লাগিয়ে নিন। এবার বসার জায়গার পাটাতনটা খুলে নিয়ে সেটাতে কবজা বসিয়ে দিলেই হয়ে যাবে ঢাকনা। বাক্সটি মনের মতো করে সাজিয়ে নিয়ে রাখতে পারেন আপনার বাথরুম বা বেডরুমে।
শেলফ ও হ্যাঙ্গার
অনেক পুরোনো নকশার চেয়ারের ওপরের দিকটা দেখতে ছোটখাটো তাকের মতো হয়ে থাকে। সেই চেয়ারগুলোর পিঠ ঠেকানোর জায়গাটা খুলে নিয়ে তৈরি করতে পারেন হ্যাঙ্গার বা শেলফ।
সূত্র: ডাই অ্যান্ড ক্র্যাফটস