Homeসাহিত্যজাহাঙ্গীরনগর থিয়েটারের ‘নাট্য উৎসব ২০২৫’

জাহাঙ্গীরনগর থিয়েটারের ‘নাট্য উৎসব ২০২৫’


“শিল্পানলে নির্মল হোক অশান্ত বসুধা”—স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর থিয়েটার আগামী ১৩ মে থেকে ১৬ মে আয়োজন করতে যাচ্ছে ৪ দিন ব্যাপী ‘নাট্য উৎসব ২০২৫’।

১৩ মে সকাল ১০:৩০ টায় আনন্দ র‍্যালী এবং সন্ধ্যা ৭:৩০ টায় থাকছে নাট্যদল বাতিঘরের প্রযোজনা ‘প্যারাবোলা’। ১৪ মে সন্ধ্যা ৭:৩০ টায় জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনা ‘ইনফরমার’। বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সাংস্কৃতিক সংগঠন ও শুভাকাঙ্খীদের অংশগ্রহণে ১৪ মে থাকছে জাহাঙ্গীরনগর থিয়েটারের গান ও কবিতার আসর ‘মধ্যরাতের কবিতা ও গান’। ১৬ই মে জাহাঙ্গীরনগর থিয়েটারের পুনর্মিলনী।

নাট্যাঙ্গন, শিক্ষাঙ্গনে অবদান এবং উদীয়মান নাট্যব্যক্তিত্বকে সম্মাননায় প্রদান করা হবে জাহাঙ্গীরনগর থিয়েটার নাট্যব্যক্তিত্ব পদক, শিক্ষাব্যক্তিত্ব পদক এবং আলোক কুমার রায় পদক।

 

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত